বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেডের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এক নাম্বার গলফার সিদ্দিকুর রহমান।
শুক্রবার (২ সেপ্টেম্বর) তিনি আগামী দুই বছরের জন্য মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।
রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে মোনার্ক মার্ট লিমিটেডের হেড অফিসে এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গলফার হয়ে ইকমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হওয়া নিয়ে সিদ্দিকুর রহমান বলেন, “দেশে ইকমার্সের প্রসার প্রতিনিয়র বাড়ছে। সাকিব আল হাসানের মোনার্ক মার্টের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত! আশা করছি দেশের ইকমার্সকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে মোনার্ক মার্ট।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ), বাংলাদেশ প্রফেশনাল গলফার এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মেজর মাহমুদ (অবঃ), মোনার্ক গ্রুপের পৃষ্ঠপোষক মোঃ আবুল খায়ের হিরো, মোনার্ক মার্টের সিওও জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অফ একাউন্টস মোঃ রফিকুল আলম, হেড অফ বিজনেস মাহাদি হাসান।
© 2023 Monarchel Ectronics All Rights Reserved